মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

আল্লাহতায়ালার বন্ধুদের শানে কোরআন শরীফ ও হাদীস শরীফের বাণীঃ

আলা ইন্না আউলিয়া আল্লা-হি লা-খাওফুন আলায়হিম ওয়ালাহুম ইয়াহ জানুন। (পারা -১১ সূরা ইউনুস, আয়াত- ৬২) অর্থ -(সাবধান !) শুনে নাও আল্লাহর ওলিগণের (বন্ধুদের ) না কোন ভয় আছে না কোন দুঃখ ।
ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন বাল ইয়ানতাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। (আল হাদীস)
অর্থ-নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোন মৃত্যু নেই বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহ জগৎ হতে স্থায়ী পরজগতে।
আল আউলিয়াও রায়হানুল্লাহ-(আল হাদীস) অর্থ-

আউলিয়াগণ আল্লাহর সুবাস।
কারামাতুল আউলিয়া উন হাকুন-(আল হাদীস) অর্থ- আউলিয়াদের অলৌকিক ক্ষমতা সত্য। ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইয়ারিফুহুম গায়রী ইল্লা আউলিয়াই-(হাদীসে কুদসী)
অর্থ- নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাঁদের পরিচিতি সম্বন্ধে কেহই অবহিত নহে, আমার আউলিয়াগণ ব্যতীত।
কুলুবুল ইনছানে বাইতুর রাহমান ওয়া কুলুবুল মুমেনিনা আরশুল্লাহ্। (আল হাদীস)
অর্থ- মানুষের হৃদয় আল্লাহর ঘর এবং মুমিনের হৃদয় আল্লাহর সিংহাসন।
কুলুবুল মুমেনিনা মেরআতুল্লাহ -(হাদীসে কুদসী) অর্থ- মুমিনের হৃদয় আল্লাহর দর্পণ।
যে ব্যাক্তি এমন অবস্থায় মারা গেল যে, সে কারােও কাছে বাইয়াত হয়নি তাহলে সে জাহেলিয়াতের মৃত্যু বরণ করলাে ।(আল হাদিস) হযরত মওলানা জালালউদ্দিন রুমির (রাদি আল্লাহু তায়ালা আনহু) বাণীঃ পীরে কামেল সুরাতে জিল্লে ইলাহ দিদায়ে পীর দিদায়ে কিবরিয়া।
অর্থ-পীরে কামেলের চেহারাই ইলাহির ছায়া, পীরকে দেখাই খােদার দর্শন।

بسم الله الرحمن الرحيم و لقد رضی الله عن المؤمنين إذ يبايعوتلك تحت الشجرة ( 

নিশ্চয় আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ঈমানদারদের প্রতি যখন তারা ওই বৃক্ষের নীচে আপনার নিকট বায়আত গ্রহণ করেছিলাে। ( সুরা আল-ফাতহঃ ৪৮:১৮)

أيها الذين امنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجهوا في سبيله لعلكم تفلحون 

হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করাে এবং তারই দিকে মাধ্যম তালাশ করাে আর তার পথে জিহাদ করাে এ আশায় যে, সফলতা পেতে পারাে। (সুরা আল-মায়িদাঃ ৫:৩৫)

ہیں ہر دستے نباید دار دست 

اے بابلیس آدم روئے ہست 

অনেক শয়তান মানবাকৃতিতে রয়েছে, তাই যাচাই-বাছাই না করে প্রত্যেকের হাতে হাত দেয়া (বায়আত গ্রহণ করা) উচিৎ নয়। (মসনবীয়ে রুমী)

مال ہے راوبار پھرتے ہیں مرگ بر شکار کرتے ہیں 

بائیں راستے نہ جا مسافران جاگ سنسان ہے رات آئی 

ওহে তরীকত পথের যাত্রী! বাম পথ দিয়ে যেয়াে না। কারণ ওই পথে ডাকাত দল তােমার ঈমানরূপী সম্পদ কেড়ে নেওয়ার জন্য ওৎপেতে বসে আছে। ওহে গাফেল তুমি জাগ্রত হও, শরীয়ত ও তরীকতের উজাড় বনে তিমির রাত নেমে এসেছে, নেকড়ে শিকারের তালাশে ঘুরে বেড়াচ্ছে, তুমি যেনাে তার শিকারে পরিণত না হও, তাই সাবধানে থেকো। (মসনবি শরীফ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Featured post

Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf

  Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...